গাইবান্ধা প্রতিনিধিঃ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে গাইবান্ধা জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার র্যালী, আলোচনা সভা ও প্রচার কার্যক্রম চালানো হয়। সকালে র্যালীটি সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোসলেট আরা বেগম। সিভিল সার্জন ডাঃ মো. আমির আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের দেওয়ান মোর্শেদ কামাল, খায়রুজ্জামান মানিক, কামরুজ্জামান, ডাঃ নাজনিন আকতার, শামিনা খাতুন, আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনের মাধ্যমে মাতৃদুগ্ধ বিষয়ে তথ্য বহুল প্রতিবেদন তুলে ধরা হয়।