গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাদারী পাড়া, ভাঙ্গারচর এবং চন্ডিপুর ইউনিয়নের দুনদিয়ার ঘাটে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়। বৃহস্পতিবার আমাদের আলোকিত সমাজের উদ্যোগে এবং জাগ্রত সংস্থার সার্বিক সহযোগিতায় বানভাসি শতাধিক পরিবারের মাঝে ডাল,তেল, আলুসহ এ শুকনো খাবার বিতরন করা হয়েছে। ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন আমাদের আলোকিত সমাজের কেন্দ্রিয় চেয়ারম্যান, এ আর কামরুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল কাহ্হার সিদ্দিকী, জাগ্রত সংস্থার মুখপাত্র এ আর আশরাফুল আলম কুরস্(িবিদ্যুৎ),সভাপতি এজাদুল ইসলাম, সাধারন সম্পাদক রওশন আলম, সহ-সাধারন সম্পাদক রুবেল হোসেন সাগর, যুগ্ন সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলামিন মিয়া,প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাকসহ, শ্বয়ন,বিলাস চক্রবতী, রানা মিয়া,প¦রান,রোমান প্রমুখ।
ত্রান বিতরন শেষে আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।