গাইবান্ধা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগ আহবায়ক অধ্যাপিকা ফিরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাহমুদা পারুল, লুদমিলা পারভিন ছন্দা, রিজিয়া আকতার বিউটি, সেলিনা আকতার বানু রিনা প্রমুখ। পরে দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।