গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে মাসিক অপরাধ ও মাসিক কল্যাণ পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টার), সিনিয়র সহকারী পুলিশ সুপার সি-সার্কেল রেজিনূর রহমানসহ সকল থানা অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) ও তদন্ত কেন্দ্র এবং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টরগণ।
সভায় পুলিশ সুপার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা পরামর্শ প্রদানসহ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ করে খুন, নারী ও শিশু নির্যাতন দমন, ধর্ষণ প্রতিরোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক উদ্ধার ও মাদক মামলা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন র্যাংকের পুলিশ সদস্যদের পুরষ্কৃত করাসহ আরো সতর্কতার সহিত দায়িত্বপালনে নির্দেশন প্রদান করা হয়।