গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম পর্বে ভর্তিকৃত দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ মঙ্গলবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী জবায়দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর প্রকৌশলী জাহিদুল হক, ইন্সট্রাক্টর মো. খালেদুল হাসান, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুস সোবহান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইন্সট্রাক্টর এএসএম মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, দেশ-বিদেশে কাগিগরি দক্ষতা সম্পনন জনবলের যথেষ্ট অভাব রয়েছে। ভিশন ২০২১ বাস্তবায়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই সকলকে কারিগরি শিক্ষার প্রতি মনোনিবেশ করতে হবে।