গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নাহিদ গ্র“প টেবিল টেনিস প্রতিযোগিতা শেষ হয়েছে। সোমবার রাতে সমাপনী খেলায় প্রবাহ ক্লাবে অমিতাভ, রিমন ও রাহাত ৩-০ সেটে খালেদ, স্মৃতি সংদের মামুন, জোবেদ ও মামুনুলকে হারিয়ে দলগত শিরোপা অর্জন করেন। এ ছাড়া বালক একককে জিকেএসপি’র ফারদিন ৩-২ সেটে একই ক্লাবের রোদসিকে, বালিকা একককে আবাহনীর ইস্মিতা ৩-১ সেটে ইএনও ক্লাবে আফরোজাকে এবং পুরুষ দ্বৈতে প্রবাহ ক্লাবের অমিতাভ ও রিমন ৩-০ সেটে টেবিল টেনিস সংস্থার শিপলু ও রাব্বীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে স্থানীয় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মিলনায়তনে প্রতিযোগিতায় বিজীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। এ উপলক্ষে ক্রীড়া সংস্থার টেবিল টেনিস উপ-পরিষদের সভাপতি অমিতাভ দাম হিমুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গোলাম মারুফ মনা, রেজাউন্নবী রাজু, শংকর কুমার দেব, রাহুল প্রমুখ। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বলেন, গাইবান্ধা টেবিল টেনিসের সুবর্ণ অতীতকে ধরে রাখতে সম্ভাব্য সবকিছু করা হবে। তিনি বলেন মাদক ও জঙ্গীবাদমুক্ত সমাজ গড়ের তুলতে খেলাধূলার কোন বিকল্প নেই।
এবারের লীগে ২১টি ক্লাবের পুরুষ দলগত, একক, দ্বৈত, বালক-বালিকা একক, দ্বৈত বিভাগে শতাধিক খেলোয়াড় অংশ নেয়। একই দিন নাহিদ গ্র“প দাবা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।