গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিয়োগিতা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় শতাধিক শিশুকিশোর অংশগ্রহণ করে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, অমিতাভ দাশ হিমুন, মাসুদুল হক, খাজা সুজন, চুণি ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহিমা ইতিহাস পৃথিবীর ইতিহাসে এক নতুন অন্যায় রচনা করেছে। তার গৌরবদীপ্ত জীবন ও কর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মের সন্তানদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বাঙালীর হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানকে স্বপরিবারে হত্যা করে মহান মুক্তিযুদ্ধ ও প্রগতি বিরোধী অপশক্তি ঘৃণ্য চক্রান্ত করেছিল। কিন্তু বঙ্গবন্ধুকে বাঙালীর হৃদয় থেকে মুছে ফেলার ষড়যন্ত্র সফল হয়নি। তিনি আছেন আমাদের সকল কর্মে, চেতনায় প্রেরণা আলোকবর্তিতা হয়ে।