গাইবান্ধা প্রতিনিধিঃ জনতা পাঠাগার গাইবান্ধার উদ্যোগে শুক্রবার ভি-এইড রোডস্থ জনতা পাঠাগার কার্যালয়ে ১২ তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
জনতা পাঠাগারের উপদেষ্টা প্রফেসর সমীর কুমার সরকারের সভাপতিত্বে কবিতা পাঠ ও বক্তব্য রাখেন, পাঠাগারের পরিচালক কবি লিপু রহমান, নাট্যকার ময়নুল হোসেন, সাংবাদিক, কবি আবু নাসের সিদ্দিক তুহিন, কবি আব্দুল কুদ্দুস সরকার, কবি খন্দকার নজরুল ইসলাম, কবি রিয়াজুল ইসলাম রিপন, কবি মানিক লাল সরকার, কবি সোহেল রানা, কবি ইয়াসিন প্রধান,কবি রাসেল আহাম্মেদ, পাঠাগার সচিব শহিদুল ইসলাম, জোব্বার, সাত্তার গাজী, কবি কুমকুম খাতুন প্রমুখ।
আসরে জানিয়ে দেয়া হয় ‘কাব্য বুনন’ নামে বিশ জন কবির কবিতা নিয়ে যৌথ কাব্যগ্রন্থটি এই আগষ্ট মাসে জনতা প্রকাশনী থেকে প্রকাশ পাবে। খুব শীঘ্রই পাঠাগার থেকে বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেয়া হবে। অনুষ্ঠান শেষে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় আগামী ১৩তম আসর থেকে এ আসরটি ‘‘ জনতা সাহিত্য আসর’’ নামে প্রকাশ পাবে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কবি লিপু রহমান।