গাইবান্ধা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় জেলা কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা উদীচীর উপদেষ্টা সিপিবি নেতা ওয়াজিউর রহমান রাফেল,উদীচী গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন,সদস্য রনজিৎ সরকার,বঙ্গবন্ধুকে নিয়ে সঙ্গীত পরিবেশন করেন সত্যেন সেন সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক চুনি ইসলাম,কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শাখার শিক্ষক গৌতমাশিস গুহ সরকার ও শিরিন আকতার ও শিক্ষার্থী হিমানী ইসলাম রোদেলা। সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হলে ৭২এর সংবিধানে ফিরে গিয়ে মুিক্তযুদ্ধের চেতনায় দেশকে গড়তে হবে।