গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার শহরে অবস্থিত আহম্মদ উদ্দিন শাহ্ স্কুল ও কলেজে ২০১৭ সালের একাদশ শ্রেণির নবাগত ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠান ‘নবীনবরণ – ২০১৭’ প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।বুধবার সকাল ১১ টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাজহারউল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
অনুষ্ঠানের শুরুতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একাদশ শ্রেণির নবাগত ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং তাদের উদ্দেশে মানপত্র পাঠ করে। নবীনদের এই সংবর্ধনা সভায় অণ্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠনের গভর্নিং বডির সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, সদস্য নওশের আলম, উপাধ্যক্ষ আহসান হাবীব, প্রভাষক ডিএম মোতাহারুল হক প্রমুখ। প্রধান অতিথি তার ভাষণে শিক্ষার্থীদের জিপিএ পাঁচ প্রাপ্তির চেয়ে সঠিক জ্ঞানার্জনের প্রতি অধিক গুরুত্ব আরোপ করতে বলেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাজহারউল মান্নান ছত্রছাত্রীদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার সাধনায় আত্মনিয়োগ করতে বলেন। আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করে দ্বাদশ অবন্তী সাদিয়া গল্প ও আবির।