গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বে-সরকারি প্রতিষ্ঠান সমূহে শিক্ষক-কর্মচারিদের এক দিনের ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘট চলাকালে শিক্ষক-কর্মচারিরা তাদের কাজ-কর্ম ও ক্লাস বর্জন করে। ধর্মঘট চলাকালে প্রতিষ্ঠানগুলোতে কোন ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা পড়ে বিপদে। ফলে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের হই হুল্লর করতে দেখা যায়।
একাধিক শিক্ষার্থীর সংগে কথা বলে যানাযায়, তাদের শিক্ষকরা ন্যায় সংগত দাবীর প্রেক্ষিত এ ধর্মঘটের ডাক দিয়েছে। তাই তারা শিক্ষকদের ন্যায় সংগত দাবী মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তা নাহলে তাদের পড়া-লেখায় মারাত্মক বিঘœ ঘটবে।
দারিয়াপুর কেইউএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাদেকুল ইসলাম জানান, বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, ৫% বাৎসরিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদান এবং অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে এ ধর্মঘট পালন করা হয়।
এছাড়া একাধিক শিক্ষক, অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার ও বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।