
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা যেই ধরণের বক্তব্য দিচ্ছেন তা আদালত অবমাননা ও সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘রায় বাতিলের পর ক্ষমতাসীন সরকার প্রধান থেকে শুরু করে আওয়ামী লীগের অন্যান্য নেতারা প্রধান বিচারপতি ও বিচার বিভাগকে নিয়ে যেভাবে মনগড়া কথা বলছে এগুলো বেআইনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ আইনের শাসনের বিরোধী। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা।