আন্তর্জাতিক ডেস্ক:
ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই সেনা জওয়ানসহ চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে স্বাধীনতাকামী গেরিলাদের উপর হামলা চালায় ভারতীয় সেনা বাহিনী। এসময় প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। সংঘর্ষ চলাকালীন গুলি লাগে দুই সেনা জওয়ানের। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভারতীয় বাহিনীর দাবি, গেরিলারা পুলিশ পেট্রোলিং পার্টির উপর হামলা চালাতে এসেছিল। এসময় সেনা-গেরিলা ‘বন্দুকযুদ্ধে’ এক মেজরসহ দুই সেনা জওয়ান নিহত হয়। এছাড়া হিজবুল মুজাহিদিনের দুই গেরালা নিহত হয়েছে বলে জানা গেছে।