গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নয়ন হয়েছে। সামাজিক নিরাপত্তা ও পুলিশের কাজে গতি বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো কার্যকর করা দরকার। এজন্য কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যকে স্বচ্ছ ও সাহসী ভূমিকা পালন করতে হবে।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে রোববার দুপুরে উদাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে কমিউনিটি পুলিশিং ফোরামের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফুলছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শামসুজ্জোহা বাবলু’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল হালিম টলষ্টয়, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান, ওসি (তদন্ত) ওসমান আলী, এসআই জাকির হোসেন, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ। এরআগে রোববার সকালে ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করেন।