1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছাত্রদলের উদ্যোগে তারাগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ীর ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণির অভ্যন্তরীণ বৃত্তি প্রদান গাইবান্ধার তিনটি আসনে সিপিবি-গণ অধিকার পরিষদ-স্বতন্ত্রসহ ৮ জনের মনোনয়পত্র বাতিল ফুলছড়িতে শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসম্পৃক্তা বৃদ্ধিতে উঠান বৈঠক পলাশবাড়ীতে অপরিকল্পিত উন্নয়নের নগ্ন চিত্র,ড্রেনের ভেতর দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি। তারাগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট,যুবকের ৩ মাসের কারাদণ্ড দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় পলাশবাড়ীতে স্বেচ্ছা স্বেবকদলের উদ্যোগে দো’আ মাহফিল গাইবান্ধায় মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন : ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

এড়িয়ে যাবেন না নখের অসুস্থতা

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

নিজের হাত-পায়ের নখগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিন। কেমন দেখতে? নখগুলো শক্ত আর স‍ুস্থ মনে হচ্ছে কি? নাকি ঢালের মতো উঁচু, গর্ত বা বিবর্ণ দেখাচ্ছে? হয়তো ভাবছেন, যত্নের অভাবেই নখগুলোর এই হাল।

আপনি কি জানেন নখের এমন অস্বাভাবিকতার অর্থ অ্যানিমিয়া ও থাইরয়েড ইনফেকশনের মতো অসুখ বা পুষ্টির ঘাটতি?

সুস্থ নখ কখনও ভাঙে না। সুস্থ নখে বিবর্ণতা বা দাগ থাকবে না। নখের অসুখ বা কোনো অসুখের প্রভাবে নখের অস্বাভাবিকতা আমরা সাধারণত টের পাই না। সতর্ক হতে জেনে নিন কিছু তথ্য।

ভঙ্গুর নখ
কারণ: আর্দ্রতা ও ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত বায়োটিনের অভাব।

সমাধান: ডিমের কুসুম, স্যালমন, অ্যাভোকাডো ও অন্য ফল, কলিজা ও ইস্ট ব্যবহৃত খাবার খান।

ধনুকের মতো বাঁকা হয়ে যাওয়া নরম নখ

কারণ: লোহার অভাব।

সমাধান: লোহা সমৃদ্ধ খাবার যেমন- সূর্যমুখীর বীজ, বাদাম, গরু ও খাসির মাংস, মটরশুটি, শস্যদানা, গাঢ় সবুজ পাতাজাতীয় সবজি ও ডার্ক চকলেট খান।

নখে লম্বালম্বি সারিবদ্ধ দাগ

কারণ: ভিটামিন ও খনিজের অভাব।

সমাধান: সপ্তাহে একবার নখে আমন্ড অয়েল নেইল বাফার দিয়ে ম্যাসাজ করুন। এতে নখের ওপরের পাতলা স্তর সরে যাবে।

আড়াআড়ি সারিবদ্ধ দাগ বা গর্ত

অনেকের নখের মাঝ বরাবর আড়াআড়ি দাগ দেখা যায় ও দাগের দু’পাশে নখ সামান্য উচুঁ হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে সারিবদ্ধ অনেকগুলো আড়াআড়ি দাগও চোখে পড়ে।

কারণ: জ্বরের প্রকোপ, মানসিক আঘাত ও পুষ্টির অভাব ইত্যাদির কারণে নখের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় ও এমন দাগ পড়ে।

সমাধান: প্রতিদিন অন্তত ৫৫ গ্রাম প্রোটিন খান।

হলদেটে ভাব
কারণ: ভিটামিন ই এর অভাব।

সমাধান: বিভিন্ন বাদাম তেল যেমন- আমন্ড, হ্যাজেলনাট ও চীনাবাদাম খেতে পারেন। নখেও ম্যাসাজ কর‍া যেতে পারে।

ফাঙ্গাস
কারণ: অনেকদিন ধরে উষ্ণ স্যাঁতসেঁতে ও ভেজা পরিবেশে থাকলে পায়ের নখে মাইক্রোঅর্গানিজম বেড়ে ওঠে।

সমাধান: পানিতে আপেল সাইডার ভিনেগার দিয়ে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। নখের ভাঙ্গাস পরিষ্কার হয়ে যাওয়ার আগ পর্যন্ত এভাবে রেখে দিন।

সাদা স্পট
কারণ: নখ আঘাতপ্রাপ্ত হলে বা জিংকের অভাবে এমন হয়।

সমাধান: পুষ্টিবিদদের মতে, প্রতিদিন অন্তত ৫০ মিলিগ্রাম জিংক গ্রহণ করা উচিত। লাল মাংস, তিলের বীজ, কুমড়ার বীজ ও ডাল জিঙ্কের ভালো উৎস।

যেসব অসুখের প্রভাবে নখের বিভিন্নতা দেখা যায়

ধনুকের মতো বাঁকানো নখ- থাইরয়েড ইনফেকশন।
ভঙ্গুর নখ- হাইপার- বা হাইপোথাইরয়েডিজম।
হলদেটে নখ- ব্রঙ্কাইটিস।
নখে নীলচেভাব- রক্ত কণিকায় অক্সিজেন প্রবাহে সমস্যা।
নখ সাদা হয়ে যাওয়া- লিভার ইনফেকশন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft