
এরিক এরশাদের গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শুক্রবার সন্ধ্যা ৬টায় কাকরাইলের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এরিকের অ্যালবামের মোড়ক উম্মোচন করবেন তিনি। এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
তবে চীনে অবস্থান করায় মোড়ক উন্মোচনের সময় থাকছেন না এরিকের মা বিদিশা। অ্যালবামে এরিক এরশাদের পাশাপাশি শিল্পী মুসাররাত জাররীণ মিশুর কণ্ঠও থাকছে। দ্বৈত কন্ঠে ‘জন্ম আমার ধন্য হলো’ শিরোণামে অ্যালবামটি বের করা হবে।