
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যকবলিত একটি মানুষও ঘরছাড়া থাকবে না, বন্যা মোকাবিলায় আগে থেকেই সরকারের প্রস্তুতি ছিল। যেখানে বানভাসি মানুষ সেখানেই দাঁড়িয়েছে সরকার।
শনিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বন্যা দুর্গত এলাকায় কৃষি ঋণের কিস্তি আদায় আপাতত বন্ধ থাকবে। সরকার ১১৭ কোটি টাকা কৃষি পুনর্বাসনে ব্যয় করবে। একটি মানুষও ঘরছাড়া থাকবে না। নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রতিটি মানুষের খাদ্য নিশ্চিত করা হবে। প্রয়োজনে বিদেশ থেকে আমদানি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। বন্যা দুর্গত এলাকায় রাস্তা-ঘাট শিগগিরই ঠিক করে দেওয়া হবে।
এর আগে, সকাল ১০টার কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি গাইবান্ধায় অবতরণ করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করেন প্রধানমন্ত্রী।