![]()
২০২১ সালের পর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প আর থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, সারা দেশের মানুষকে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এখনও সবাই এর আওতাভুক্ত হয়নি। তবে আশা করা হচ্ছে সবাই শিগগিরই এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন এটার আর প্রয়োজন হবে না। অর্থাৎ ২০২০-২০২১ সালে এ প্রকল্প আর থাকবে না। তখন ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ এর কার্যক্রম পল্লী সঞ্চয়
ব্যাংকের মাধ্যমে চলবে।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের রিয়েল টাইম ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে এখন ঋুদ্রঋণের কোনো কার্যক্রম নেই। তবে গ্রুপভিত্তিক ঋণ নিচ্ছে এবং এই ঋণ নিয়ে ব্যবসা করে মানুষ স্বাবলম্বী হচ্ছে।
তিনি আরো বলেন, মানুষ এখন সঞ্চয়মুখী হচ্ছে। ১৯৮৬ সালে মানুষের মধ্যে সঞ্চয়ের ইচ্ছা তৈরি হয়েছে।
ওই সময় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি দাস, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ অর্থ মন্ত্রণালয় ও ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।