আসিয়ান–এর ‘ডায়ালগ পার্টনার’ হওয়ার ব্যাপারে বাংলাদেশের উদ্যোগকে সহায়তা করতে এবং মেকং–গঙ্গা সহযোগিতায় (এমজিসি) বাংলাদেশের যোগদানের ব্যাপারে সম্মত হয়েছে ভিয়েতনাম।
গতকাল রোববার রাষ্ট্রিয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে অনুষ্ঠিত প্রথম ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি)-এ ঢাকা এসব ক্ষেত্রে ভিয়েতনামের সহযোগিতা কামনা করলে এই সমঝোতা হয়।
পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক এবং সফররত ভিয়েতনামের ভাইস–মিনিস্টার ড্যাং ডিনহ কুই নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র, বিশেষত দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয় এবং উভয়পক্ষ দ্বিপাক্ষিক বানিজ্যের লক্ষ্যমাত্রা এক বিলিয়ন মার্কিন ডলার অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করতে একমত হয়।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে, বিশেষত চাপ সহ্য করতে পারে এবং অধিক ফলনশীল জাতের ধান ও গ্রীষ্মমন্ডলীয় জাতের ফলের জাত উন্নয়নে কৃষি গবেষনাসহ জার্মপ্লাজম বিনিময় ও পার্ল কালচার প্রযুক্তি উন্নয়নে কামনা করে গভীরতর সহযোগিতা কামনা করে বাংলাদেশ।
বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য হ্যানয়ের প্রতি আহবান জানায় ঢাকা।
পাশাপাশি, শিক্ষা ও পর্যটন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে ভিয়েতনাম। উভয়পক্ষ উচ্চ পর্যায়ে নিয়মিত সফর বিনিময়ের উপর গূরুত্বারোপ করে।
ভিয়েতনামের ভাইস–মিনিস্টার পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে সাক্ষাৎ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ভিয়েতনামের ভাইস–মিনিস্টার রোববার ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।সূত্রঃ বাসস