
আগামীকাল রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। শনিবার থেকে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে। ম্যাচের দিনও টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
সর্বনিম্ন টিকিটের মূল্য ৫০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ডের। নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ৮০ টাকায়। সবচেয়ে মূল্যবান টিকিট ১ হাজার টাকার, বিসিবি হসপিটালিটি লাউঞ্জ (উত্তর) এবং বিসিবি ডিরেকটর্স লাউঞ্জের।
এক নজরে টিকিটের মূল্য তালিকা-
ইস্টার্ন স্ট্যান্ড- ৫০ টাকা
নর্দার্ন স্ট্যান্ড-৮০ টাকা
সাউদার্ন স্ট্যান্ড- ৮০ টাকা
শহীদ মুশতাক স্ট্যান্ড- ২০০ টাকা
শহীদ জুয়েল স্ট্যান্ড-২০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ৩০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড সাউথ- ৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড নর্থ- ৫০০ টাকা
ডিরেকটর্স এনক্লোজার- ৫০০ টাকা
বিসিবি ডিগনিটারিজ- ৫০০ টাকা
বিসিবি ডিরেকটর্স লাউঞ্জ- ১ হাজার টাকা
বিসিবি হসপিটালিটি লাউঞ্জ (উত্তর)-১ হাজার টাকা