
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভোটারবিহীন সরকারের ভয়াবহ দুঃশাসনে জাতি ক্ষতবিক্ষত। তাদের চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, খুনখারাবিতে সারাদেশ শ্মশানের অন্ধকারে ঢেকে গেছে।ফলে মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখাতে শুরু করেছে।’
বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমে বাধা সৃষ্টি করতে আওয়ামী লীগ রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে উল্লেখ করে বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আবারো গণগ্রেপ্তার শুরু হয়েছে। আওয়ামী নেতা-কর্মীরা ও তাদের লালিত পালিত আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির দেশব্যাপী সদস্য সংগ্রহ কার্যকমে বাধা দিচ্ছে, হামলা করছে, ভাঙচুর করেছে।
গ্রেপ্তারের উদ্দেশ্যে প্রতিনিয়ত পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান অব্যাহত রেখেছে। কেউ বাড়িতে থাকতে পারছে না। এর মাধ্যমে আবারো প্রমাণ হলো ক্ষমতাসীন সরকার দেশের সাধারণ মানুষসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর মৌলিক ও সাংবিধানিক অধিকার হরণ করতে মরিয়া হয়ে উঠেছে।’
তিনি আরো বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে পর্যবেক্ষণ দেয়া হয়েছে, সেই পর্যবেক্ষণকে আপত্তিকর বলে প্রত্যাহারের দাবি সরকারের চরম ধৃষ্টতা। সুপ্রিম কোর্টের রায়ের উক্ত পর্যবেক্ষণে সরকারের আসল চরিত্রটা সঠিকভাবে চিত্রিত হওয়ার কারণেই তাদের ক্ষুব্ধ হওয়া। কারণ এই পর্যবেক্ষণে সরকার আর কর্মক্ষম থাকতে পারে না, পার্লামেন্টের কোনো বৈধতা থাকতে পারে না।