1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পেয়ারা বাগানের সাথে শত্রুতা অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক পলাশবাড়ীতে পেয়ারা গাছ ভাঙচুর : ব্যাপক ক্ষতি মাদকবাহী নৌকায় হামলায় নিহত ৮ ২০২৫ সালে বিশ্বব্যাপী ১২৮ সাংবাদিক নিহত : আইএফজে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে শোক প্রকাশ ও দো’আ মাহফিল গাইবান্ধায় প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটির নেতৃত্বে মেহেদী ও নিফাউল নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান রোমেল গাইবান্ধায় ১০ দলীয় নেতৃবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা

আইসিসি ইভেন্টে ভারতকে বয়কটের পিসিবিকে পরামর্শ মিঁয়াদাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৩৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি না হওয়ায় ভারতের বিপক্ষে কঠোর পদক্ষেপ নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পরামর্শ দিয়েছেন সাবেক পাক কিংবদন্তী জাভেদ মিঁয়াদাদ। আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পিসিবির প্রতি আহবান জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান।
তিনবার পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করা, ১২৪ টেস্ট খেলা বর্ষীয়ান মিঁয়াদাদ বলেন জাতীয় স্বার্থ ও গৌরবের বিষয়টি বিবেচনা করে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কের ব্যপারে পাকিস্তানের কঠোর সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে।
তিনি বলেন, ‘ভারতকে কঠোর ভাষায় জবাব দেয়ার এটাই সঠিক সময়। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনস্থাপন করতে রাজি না হলে কোন ফর্মেটেই ভারতের বিপক্ষে খেলার কোন প্রয়োজন নেই বলে আমি মনে করছি। আমাদের উচিত আইসিসি ইভেন্টগুলোতেও তাদেরকে বয়কট করা।’
পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ খেলা শুরু না করা পর্যন্ত এ বয়কট অব্যাহত রাখা উচিত জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি আইসিসি ইভেন্টে ভারতকে বয়কট করি তাহলে আইসিসি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে এবং তাদের ইভেন্ট তাৎপর্য ও রং হারাবে। কেবলমাত্র তখনই আমাদেরকে সম্মানের সাথে বিবেচনা করা হবে এবং যে কোন ফোরামে আমাদের সমান মর্যাদা প্রতিষ্ঠিত হবে।’
তিনি বলেন পাকিস্তান ক্রিকেটের প্রতি কি অবিচার হচ্ছে বিশ^ ক্রিকেট সম্প্রদায়ও তখন সেটা অনুধাবন করবে।
আইসসি নির্বাহী বোর্ডে ভারত ও পাকিস্তানের সম সংখ্যক সদস্য রয়েছে এবং অন্য সদস্যরা কেউই পাকিস্তানের প্রতি অবিচারের বিষয়টি মেনে নেয়নি।
‘বড়ে মিয়া’ খ্যাত মিঁয়াদাদের প্রশ্ন, ‘আইসিসি বোর্ড যদি ভারতের মনোভাব পরিবর্তনে সক্ষম না হয় তাহলে আইসিসি ইভেন্টে আমরা খেলব সেটা কিভাবে তারা আশা করে।’
আইসিসির কাছে ক্ষতিপুরন দাবীর মামলায় পিসিবির কেবল অর্থেরই অপচয় হবে বলে মনে করছেন মিঁয়াদাদ। তিনি বলেন, ‘ভারত প্রভাবশালী এবং আইসসিতে শক্তিশালী অবস্থানে থাকায় কেউই আমাদের কথা শুনবেনা। তারচেয়ে বরং এই একশ বা দেড়শ কোটি রূপি আমাদের অভ্যন্তরীন অবকাঠামোতে খরচ করলে সেটা কাজে আসত।’
পাকিস্তানের নড়বড়ে অবস্থান ও ২০১২ সালে ভারত সফরে সংক্ষিপ্ত সিরিজ খেলার ভুল সিদ্ধান্তের পুরো সুবিধা নিয়েছে ভারতীয়রা। তিনি বলেন, ‘আমরা এটাকে (২০১২ সফর) সৌজন্যবোধ হিসেবে নিয়েছিলাম। কিন্তু তারা এটাকে সুবিধা হিসেবে নিয়েছে এবং লক্ষ লক্ষ রূপি আয় করেছে, বিনিময়ে আমরা কিছুই পাইনি। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে শক্ত নীতি গ্রহণে ব্যথতার ফলে অনেক সময়ই আমাদেরকে অসম্মান হতে হয়েছে।’
দেশের গৌরব ও সম্মানকে প্রাধান্য দিতে হবে এবং ভারত কোন সিরিজ খেলতে রাজি না হওয়া পর্যন্ত পাকিস্তানের উচিত হবেনা তাদের বিপক্ষে খেলা। সবশেষে মিঁয়াদাদ বলেন, ‘তাদেরকে আইসিসি ইভেন্টে বয়কট করুন। একটা পদক্ষেপ নিন এবং দেখুন কি হয়। আমাদের হারানোর কিছু নেই।’ সূত্রঃ বাসস

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft