গাইবান্ধা প্রতিনিধিঃ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি খায়রুল হকের পদত্যাগসহ অবিলম্বে গ্রেফতারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম জেলা ইউনিট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অ্যাড. ইদ্রিস আলী, অ্যাড. হানিফ বেলাল, হাছিবুল ইসলাম হ্যাপি, হায়দার আলী, মঞ্জুর মোর্শেদ বাবু, মকসুদার রহমান, জাহাঙ্গীর হোসেন, শাহনেয়াজ খান, শাহাদুল আলম, রফিকুল ইসলাম বুলু, তাসনিন বেগম মিলা প্রমুখ।
বক্তারা ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে মন্ত্রীদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে স্বাধীন বিচার বিভাগের জন্য নিম্ন আদালতে বিচারকদের শৃংখলা গেজেট প্রকাশের জোর দাবি জানান।