
টেলিভিশনে আমরা ঘণ্টাখানেকের মধ্যে একটি নাটক দেখে শেষ করি। কিন্তু ঐ ঘণ্টাখানেকের নাটক তৈরিতে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলতে হয় অভিনয়শিল্পীদের। বিনিদ্র রজনী, ব্যস্ত দিবালোক- এইসব ঝঞ্ঝা মিলিয়েই একজন অভিনয়শিল্পীর দিনলিপি রচিত হয়।
নিরবিচ্ছিন্ন ব্যস্ততার একঘেয়ামি না কাটাতে পারলে কাজের মধ্যে কেবল কাঠামোটুকুই অবশিষ্ট থাকে, প্রাণ থাকে না। তাই সেই জড়ো কাঠামোর মধ্যে প্রাণ গুঁজে দিতে প্রয়োজন রিফ্রেশমেন্ট, বাংলায় বললে- সতেজতা ফিরিয়ে আনা। একেক মানুষের রিফ্রেশ হওয়ার পদ্ধতি একেক রকম। অভিনেত্রী সাবিনা রিমা শুটিংয়ের ক্লান্তি কাটাতে বেছে নিয়েছেন ব্যতিক্রমী এক উপায়।
খানিকক্ষণ নেচে নিলেন তিনি। নাচের ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। প্রসঙ্গত প্রিয়.কম যোগাযোগ করেছিল অভিনেত্রী সাবিনা রিমার সঙ্গে। জানা গেল তিনি এই মুহূর্তে রয়েছেন দীপ্ত টেলিভিশনে।
শুটিং করছেন অপরাজিতা নাটকের। নাটকটির একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। সাবিনা রিমাকে নিয়ে এগিয়ে চলা নাটক অপরাজিতা নাটকটি এসে পৌঁছেছে সাবিনার বিয়ে অবধি। বিয়ের শুটিংয়ের ঝক্কি সামলে নিজেকে একটু সতেজ করতেই নেচে নিয়েছেন তিনি। এ নাটকে তিনি বর্তমানে একজন হিন্দু বৌয়ের চরিত্রে শুটিং করছেন।
একাবারে খাঁটি বাঙালিয়ানা। বাঙালি সাজে দেখা গিয়েছে তাকে। সাবিনা রিমা প্রিয়.কমকে বলেন- ‘অনেকেই আমাকে বলত- আমাকে নাকি ধনীব্যক্তির মেয়ে কিংবা ঐ ধরনের চরিত্রে অভিনয় করতে বেশি মানানসই দেখায়, এর বাইরে নাকি আমাকে মানাবে না। কিন্তু এ নাটকে হিন্দু বৌয়ের চরিত্র ফুটিয়ে তুলতে পেরে আমি খুবই আনন্দিত।
ভিডিওটি দেখুন :