অপারেশন থিয়েটারের শয্যায় শুয়ে রয়েছেন এক অন্তঃসত্ত্বা মহিলা। অস্ত্রোপচার চলছে। ভ্রূণের অবস্থা সঙ্কটজনক। অপারেশন থিয়েটারের দায়িত্বে দু’জন চিকিত্সক। সঙ্গে নার্স,সহকারী-সহ আরও অন্তত পাঁচজন। কিন্তু অস্ত্রোপচার যারা করবেন,সেই দুই চিকিৎসকদের তখন ঝগড়ায় ব্যস্ত। অস্ত্রোপচার ছেড়ে গলা ফাটিয়ে চিৎকার করছেন তারা। কথা কাটাকাটি,গালিগালাজ,এমনকী একে অপরকে হুমকিও নাকি দিয়েছেন।
এমনটাই ঘটেছে ভারতের জোধপুরের উমেদ হাসপাতালে।
দেশটির সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, প্রসূতি ওই মহিলার অস্ত্রোপচার করার সময় অপারেশন থিয়েটারেই বচসায় জড়িয়ে পড়েন দুই চিকিৎসক। মহিলার দিকে নজর না দিয়ে রীতিমতো ঝগড়াই করতে থাকেন তারা। শেষ পর্যন্ত বিবাদ মিটিয়ে চিকিত্সকেরা অস্ত্রোপচার সারলেন বটে,তবে তত ক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির।
হাসপাতাল সূত্রে খবর,ঘটনার পর ওই দুই চিকিৎসক অশোক নয়নওয়াল এবং এম এল তককে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে হাসপাতাল সুপার বলেন,’মহিলাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখনই তার ভ্রূণের অবস্থা ভাল ছিল না। তবুও নবজাতকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।’
গোটা ঘটনার একটি ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিও