গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বগুড়ায় আনোচিত নারী ধর্ষণ ও নির্যাতনকারী তুফান সরকার ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গত কাল বুধবার সকাল ১১ টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরাম কার্য্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ, আব্দুল খালেক মন্ডল, আলমগীর হোসেন, নূর আলম আকন্দ, তারাজুল ইসলাম, কালামানিক দেব, বিকম শিখা দত্ত , মোস্তাফিজার রহমান ও সাইদুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন, অসহায় মেয়ে ও তার মায়ের সঙ্গে বর্বরোচিত আচরনের জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ নারী ধর্ষণ ও নির্যাতনকারী তুফান সরকারসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।