গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুলবুলি বেগম (৪২) নামে এক অসহায় মহিলার দু’টি কিডনি নষ্ট হয়েছে। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় সে এখন নিজের বাসার বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে।
গোবিন্দগঞ্জ উপজেলার পৌর শহরের উত্তর বুজরুক বোয়ালিয়ার একটি ভাড়া বাসায় অসুস্থ্য স্বামী শহিদ মিয়াকে নিয়ে বসবাস করেন। তার স্বামী শহিদ মিয়া একজন হার্টের রোগী। স্বামীর চিকিৎসার জন্য বুলবুলি বেগম সংসারের সব কিছু হারিয়ে অন্যের বাসায় ঝিয়ের কাজ করতেন। স্বামীর চিকিৎসার ব্যয় ভার বহন করতে যেয়ে যখন অসহায় হয়ে পড়েছেন। ঠিক সেই সময় বুলবুলি বেগমের দু’টি কিডনিই নষ্ট হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন।
ডাক্তার বুলবুলি বেগমকে বলেছেন, তার কিডনিতে পাথর জমে আছে। এর উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এত টাকা দিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে।
তাই দেশের অনেক বিত্তবান ধনাঢ়্য ব্যক্তির কাছে তিনি চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ডাক্তার আরো বলেছেন, সময় মত চিকিৎসা করাতে না পারলে তাকে বাঁচানো যাবে না। বুলবুলি বেগম বাঁচার আকুতি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কামনা করেছেন।