গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বন্যাদুর্গত এলাকায় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ। বুধবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া মহিলা কলেজ ও গাইবান্ধার মোড়ে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-০৪-গোবিন্দগঞ্জ-৩২-আসনের মাননীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার, সহকারী ভ’মি কমিশনার রাফিউল আলম, প্রকল্প অফিসার জহিরুল হক, মহিলা কলেজ ডিগ্রীর অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, পৌর কাউন্সিলার শাহিন আকন্দ ও আনিছুর রহমান শিবলু প্রমূখ। বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে প্রতিজনকে ১০ কেজি চাল, ১ কেজি চিরা, হাফ কেজি চিনি ও লবণ দেয়া হয়।