গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট কলেজের দুস্থ মেধাবী শিক্ষার্থীদের মাঝে কানাডা-বাংলা ইডুকেশন ট্রাষ্ট (সিবিইটি)’র অর্থায়নে এবং সুরভী’র বাস্তবায়নে উপবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জয়নুল আবেদীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাকাইহাট কলেজের অধ্যক্ষ আশরাফ আলী প্রধান। এতে বক্তব্য রাখেন কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের সহকারী অধ্যাপক দিলিপ কুমার সরকার, কৃষি শিক্ষা বিষয়ক প্রভাষক সেলিনা সুলতানা সহ কলেজের শিক্ষক শিক্ষাথীবৃন্দ। শেষে এই কলেজের গরীব ও দুস্থ মেধীবী ৬ শিক্ষাথীর প্রতিজনকে ১০ হাজার টাকার টেক প্রদান করা হয়।