গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলার কুপতলা এ.কিউ. উচ্চ বিদ্যালয় মাঠে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠান সভাপতিত্ব করেন কুপতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যপক ডা. ময়নুল হাসান সাদিক। সদস্য সংগ্রহ নবায়নের উদ্বোধন করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাহামুদুন নবী টিটুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, আব্দুল মোন্নাফ আলমগীর, শহর বিএনপির উপদেষ্টা ও জেলা কৃষক দলের প্রথম সদস্য খন্দকার আহাদ আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, মো. আনিছুর রহমান নাদিম, শহর বিএনপির সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ হাবীব সোহেল, সাদুল্যাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি মো. শামছুল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম, কুপতলা ইউনিয়ন বিএনপি ও সদস্য সংগ্রহ নবায়ন কমিটির আহবায়ক শরিফুল আলম শাহী, শফিকুর রহমান খোকা, ভুট্ট মিয়া প্রমুখ।