সাম্প্রতিক সময়ে আমেরিকাজুড়ে ৪৫,০০০ কয়লা খনির কাজের সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার অত্যন্ত দম্ভকরে তিনি এই তথ্য জানান।
কিন্তু তার এই তথ্য নিয়ে বির্তক সৃষ্টি হয়েছে। তার মেয়াদকালে মাত্র ৮০০ কয়লা খনির কাজের সৃষ্টি হয়েছে বলে রক্ষিত উপাত্তে দেখা গেছে।
ট্রাম্প তার বক্তব্যে বলেন, ‘দুই সপ্তাহ আগে পেনসিলভানিয়াতে একটি খনি উন্মুক্ত করে দেয়া হয়েছে। কয়েক দশকের মধ্য এটাই প্রথম খনি উন্মুক্ত করে দেয়ার ঘটনা। খুব অল্প সময়ের মধ্যে আমরা ৪৫,০০০ খনির কাজের সৃষ্টি করেছি।’
তিনি বলেন, ‘সবাই বলছিল, ‘ওয়েল, আপনি কোনো খনির কাজ পাবেন না। আমরা ৪৫,০০০ খনির চাকরি পেয়েছি। এতে শ্রমিকেরা বেশি আনন্দিত হয়েছে এবং আমরা এ ব্যাপারে খুব গর্বিত।’
নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প বারবার কয়লা খনির কাজ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এ নিয়ে হিলারি ক্লিনটনকে বেশ কয়েকবার আক্রমন করে বক্তব্য দিয়েছিলেন।
মার্কিন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) তথ্যানুযায়ী, আমেরিকাজুড়ে প্রায় ৫০,৮০০ জন কয়লা খনিতে কাজ করছেন। এর মধ্যে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর ৮০০ জনের কাজের সুযোগ হয়। (ছয় মাস আগে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের অধীনে ১,৩০০ কয়লা খনির চাকরি যোগ হয়েছিল।)
এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির প্রধান স্কট প্রুয়েট বলেন, ট্রাম্পের মুখে এ ধরনের কথা প্রথমবার শুনছি না। বছরের শুরুতেও তিনি এ ধরনের দাবি করেছেন; যার বেশিরভাগই মিথ্যা।
সূত্র: এওএল ডটকম