
জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর গ্রামে এক হিন্দু বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ও মূর্তি ভাংচুরের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক(এসআই) মাসুদ্দুজামান সাতবর্গ বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ইউপি সদস্য জয়পুর গ্রামের মৃত আব্দুল আলী মুন্সির ছেলে আব্দুল কাদির (৩৫) ও ১১ নং আসামি জয়পুর গ্রামের আলী রহমানের ছেলে আলমগীর হোসেন (৩০) কে গ্রেপ্তার করেন।
এসআই মাসুদুজ্জামান জানান, তারা দুইজন পালিয়ে ঢাকায় যাচ্ছিল। খবর পেয়ে সাতবর্গ বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গত শনিবার বিকেলে চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর গ্রামের স্বজল পাল ও সুনীল পালের বাড়িতে হামলা করে বাড়িঘর ও মূতি ভাংচুর করে একই গ্রামের আব্দুস সালাম তার আত্মীয় ইউপি সদস্য আব্দুল কাদির মিয়ার লোকজন। এ ঘটনায় সুনীল পাল বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।সূত্র- আরটিএনএন