লালমনিহাটের হাতিবান্ধায় বাংলাদেশ-ভারতের দইখাওয়া সীমান্তে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ কাঁটাতারের পাশে পড়ে আছে। বুধবার ভোর থেকে লাশটি দেখা যায়।
স্থানীয়রা জানায়, হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার আমঝোলা সীমান্তে কাঁটাতারের বেড়ায় লাশ ঝুলতে দেখা যায়।
বেড়ায়গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া জানান, সীমান্তে কাঁটাতারের বেড়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ ঝুলতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, লাশটি বাংলাদেশি কৃষকের। তবে ঘটনাস্থলে কেউ যেতে না পারায় তা নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
বিজিবির দইখাওয়া ক্যাম্পের সুবেদার আবদুল কাদের জানান, বুধবার ভোর থেকে আমঝোলা সীমান্তে কাঁটাতারের বেড়ায় লাশটি ঝুলতে দেখা যাচ্ছে। লাশটি বাংলাদেশি না ভারতীয় যুবকের তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো কোনো সাড়া আসেনি।