গাইবান্ধা প্রতিনিধিঃ সড়ক পরিবহন আইন ২০১৭ (প্রস্তাবিত) এর মালিক-শ্রমিক স্বার্থ পরিপন্থী বিষয় ও অসামঞ্জস্য দিকগুলো বাদ দেয়ার দাবিতে গতকাল মঙ্গলবার বাস টার্মিনালের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গাইবান্ধা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী।
সংগঠনের সভাপতি আব্দুর রশিদ সর্দারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান, গাইবান্ধা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাড. গৌতম কুমার চক্রবর্তী বিশু, জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম মিয়া, সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। বক্তারা সংগঠনের বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।