বিশ্ব বাজারে স্বর্ণের দাম আট সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের আউন্সপ্রতি দাম কমে স্থানীয় মুদ্রায় ৯৭ হাজার ৫৩৬ টাকায় (১ হাজার ২১৯ ডলার ২০ সেন্ট) নেমে আসে।
ফ্যাক্টসেট ডাটার হিসাব অনুযায়ী, এ দাম ১০ মে’র পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
বার্তা সংস্থা মার্কেটওয়াচ এর কারণ হিসেবে জানিয়েছে, মূলত যুক্তরাষ্ট্রের ইকুইটির ঊর্ধ্বমুখিতার প্রভাবে স্বর্ণের বাজার বিনিয়োগকারীদের কাছে আকর্ষণ হারিয়েছে।
কমোডিটি এক্সচেঞ্জে সোমবার আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের আউন্সপ্রতি দাম আগের দিনের চেয়ে ২৩ ডলার ১০ সেন্ট বা ১ দশমিক ৯ শতাংশ কমেছে। গত শুক্রবার স্বর্ণের প্রতি আউন্সের দাম স্থির হয় ১ হাজার ২৪২ ডলার ৩০ সেন্ট বা ৯৯ হাজার ৩৮৪ টাকা।