গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ২৯ গাইবান্ধা-১ আসনে সংসদ সদস্য গোলাম মোস্তফা উপজেলার হরিপুর, কাপাসিয়া, ও চন্ডিপুর ও শ্রীপুর ইউনিয়নের আংশিক বন্যা কবলিত এলাকায় অসহায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ ও প্রাথমিক চিকিৎসার জন্য ঔষধ বিতরণ করেন। মঙ্গলবার ত্রাণ বিতারণে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, হরিপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট নাফিউল ইসলাম সরকার জিমি ও চন্ডিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ মেডিকেল টিম।