এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক শিবির ও বিএনপি’র নেতাকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ উপজেলার পশ্চিম বেলকা সৈনিকপাড়া গ্রামের গোলজার রহমান চাঁন মিয়ার ছেলে হাফ ডজন নাশকতা মামলার আসামি বিএনপি নেতা মাইদুল ইসলাম বাবু এবং মধ্য মনমথ গ্রামের আজাহার আলীর ছেলে শিবির নেতা হাবিবুর রহমানকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। থানার ওসি আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান- বাবু ও হাবিবুরের বিরুদ্ধে ৬ হতে ৭টি করে নাশকতা মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে তারা পলাতক ছিল।