এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউর ইসলাম জিয়া সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রোববার দিবাগত রাতে বামনডাঙ্গা ব্রিজ মোড় এলাকা হতে ২ লিটার মদসহ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। দেলোয়ার রংপুরের পীরগাছা উপজেলার কান্দি নামাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। থানার ওসি আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।