সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে মটরসাইকেল চাপায় আহত তমছের আলী চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ( রমেক) হাসপাতালে মারা গেছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উপজেলাটির বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ আদর্শ পাড়াস্থ মরহুম তমছের আলীর লাশ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর ৬ দিন আগে বামনডাঙ্গার শিবমারী মোড়স্থ বন্ধু মটরর্সের শো-রুমে বিক্রির জন্য ৫ টি মটরসাইকেল চালিয়ে আসার সময় বামনডাঙ্গা বন্দরেই তমছেরকে মটরসাইকেল চাপা দেয় বন্ধু মটর্সের কর্মচারীরা। এতে গুরুতর আহত হয়ে তিনি রমেক হাসপাতালে চিকাৎসাধীন অবস্থায় মারা যান।পৃথক পৃথকভাবে কথা হলে বন্ধু মটর্সের স্বত্বাধিকারী আব্দুল জব্বার ও ইউপি চেয়ারম্যান- নজমুল হুদা লাশ দাফনসহ ঘটনার সত্যতা স্বীকার করেন।