সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে যথযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন- জাতির উন্নয়ন’- শীর্ষক প্রতিপাদ্যের আলোকে উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকালে একটি র্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ। পরে স্থানীয় শহীদ মিনার সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভানুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা- ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাজেদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-ডাঃ শহীদুল্লাহ দেওয়ানসহ আরো অনেকেই। শেষে সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।