এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ২১টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হয়ে পড়েছে। অনেক বিদ্যালয়ের মাঠে এবং ক্লাশ রুমে পানি ঢুকে পড়েছে। যার কারণে বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মীর শামসুল আলম দাবি করেছেন ৬টি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বাকি বিদ্যালয়গুলোতে যাতারীতি পাঠদান কার্যক্রম চলছে। বোচাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি রেজাউল ইসলাম জানান- চরাঞ্চলের প্রতিটি পরিবারের বাড়ি ঘরে পানি উঠার কারণে ছেলে-মেয়েরা স্কুলে আসতে পারছে না। এ কারণেই পাঠদান সম্ভব হচ্ছে না। আগামি দুই আগষ্ট হতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মীর শামসুল আলম জানান- দিন-দিন বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। আশার করছি আগামি এক সপ্তাহের মধ্যে চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতারীতি পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।