এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক প্রেমিক যুগল বিষপান করে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রবিবার সকালে উপজেলা ঝিনিয়া ও পরাণ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান-দীর্ঘদিন থেকে ঝিনিয়া এম.এ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রেদওয়ান মিয়া একই শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেম বিনিময় করে আসছিল। বিষয়টি পারিবারিকভাবে জানা-জানি হলে উভয়ের বাবা-মা তাদেরকে মারপিট করে। এরই একপর্যায় রবিবার সকালে দশম শ্রেণির ওই ছাত্রী দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের আব্দুল মজিদের কন্যা তার বাড়িতে বিষপান করে। এ খবর ছেলে রেদওয়ান মিয়া জানাতে পেয়ে সেও তার বাড়িতে বিষপান করে। রেদওয়ান মিয়া শান্তিরাম ইউনিয়নের পরাণ গ্রামের উজ্জল মিয়ার ছেলে। পরে ছেলে ও মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রেদওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম ও দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান- বতর্মান ছেলে-মেয়ে উভয়ে চিকিৎসাধীন রয়েছে।
থানার ওসি আতিয়ার রহমান বলেন-ঘটনাটি আমি শুনেছি তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।