এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের প্রার্থানা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিশু রাব্বী মিয়া (১৩) ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে।
গত ২ জুলাই প্রতিদিনের ন্যায় কেজি স্কুলে এসে ছুটি শেষে বিকালে বারি ফিরেনি রাব্বী মিয়া। রাব্বী মিয়া উপজেলা উত্তর বামনজল গ্রামের হারুন মিয়ার ছেলে। হারুন মিয়া ও তার স্ত্রী ঢাকায় কোম্পানিতে চাকরি করার কারণে রাব্বী তার দাদা মাহবুবুর রহমানের তথ্যবধানে থেকে কেজি স্কুলে লেখাপড়া করত। অনেক খোঁজা-খুঁজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের ধারণা রাব্বীকে কে বা কাহারা অপহরণ করে নিয়ে গেছে। নিখোঁজ হওয়ার সময় রাব্বীর গায়ে সুতি চেক হাফ শার্ট ও পরনে কালো রঙ্গের ফুল প্যান্ট ছিল। তার গায়ের রং ফর্সা এবং স্বাস্থ্য হালকা পাতলা। এ নিয়ে সুন্দরগঞ্জ থানায় অভিযোগ করেছে রাব্বীর দাদা মাহবুবুর রহমান।