এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে নারিসহ নাশকতা মামলার ৯ আসামিকে গ্রেফতার করেছে। থানার ওসি আতিয়ার রহমানের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিবির নেতাসহ নাশকতা মামলায় ৯ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন- রামভদ্র খানা বাড়ি গ্রামের আনছার আলীর ছেলে নাশকতা মামলার আসামি শিবির নেতা আমিনুল ইসলাম, আব্দুল জব্বারের ছেলে আমিনুল ইসলাম, নজলে রহমানের ছেলে শহিদুল ইসলাম, পশ্চিম কঞ্চিবাড়ি গ্রামের আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে ভিন্ন মামলার আসামি রাজু মিয়া, জাফর আলীর ছেলে ফুল মিয়া, জয়নাল শেখের স্ত্রী হামিদা বেগম, জাফর শেখের ছেলে জয়নাল শেখ, রেজাউল ইসলাম ও হাফিজার রহমান। ওসি জানান- তাদের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে তারা পলাতক ছিলেন।