এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত শুক্রবার রাতে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে বামনডাঙ্গা ইউনিয়নের জামালের হাট ব্রীজ সংলগ্ন এলাকা থেকে পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আফতাব প্রামানিকের ছেলে মাদক ব্যবসায়ি আলমগীর হোসেন এবং ওই গ্রামের আইয়ুব উদ্দিনের ছেলে আলেক উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বেশকিছু পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে।