সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাতদিন ব্যাপি মৎস্য সপ্তাহের সমাপনি উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার আইরিন আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনর্চাজ আতিয়ার রহমান, প্রেসক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ, ভালোবাসি সন্দরগঞ্জের সভাপতি রেজাউর আলম রেজা। মাছ চাষে সফলতা অর্জন করায় আব্দুল হান্নান সাইফুল ইসলাম এবং ফিরোজ কবিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ভ্রামমান আদালতের মাধ্যমে জদ্ব করা কারেন্ট জাল আগুনে পুরে ফেলা হয়।