সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ “মাছ চাষে গড়বো দেশ-বদলে দেব বাংলাদেশ” এ গ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র্যালী, পোনা মাছ অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে বুধবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন গাইবান্ধা-০১ আসনের এমপি গোলাম মোস্তফা আহমেদ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মোঃ মাজেদুর রহমান ও উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ রেজিয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আইরিন আসাদ। এসময় উপজেলা আআওয়ামীলীগ নেতৃবৃন্দসহ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।