সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রদর্শণীভুক্ত কৃষকদের মাঝে সার, সাইনবোর্ড, বীজ ও উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মোঃ ফজলে এলাহী প্রদর্শণী কৃষকদের মাঝে সার, বীজ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশিদুল কবির, পিপি আই সাদেক হোসেন, উপসহকারি কৃষি অফিসার মোখলেছুর রহমান প্রমূখ। কৃষি অফিস সূত্রে জানা গেছে ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬০ জন কৃষকের মাঝে এই সার বীজ বিতরণ করা হয়।