সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ওয়ালটন প্লাজার উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার থানা রোড সড়কে ওয়ালটন প্লাজার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার বিক্রয় উন্নয়ন বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মীর মোহাম্মদ গোলাম ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, সাংবাদিক এটিএম আফসার আলী, আনিসুর রহমান আগুন, ওয়ালটনের রংপুর জোনের এরিয়া ম্যানেজার এনামুল হক, ম্যানেজার সাঈদ, সুন্দরগঞ্জ ব্রাঞ্চ ইনচার্জ আব্দুল খালেক খন্দকার প্রমূখ। পরে মিলাত মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন বাহির গোলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন।