সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বালার ছিড়া বাজারে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়িদের পাশে ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রয়াত এমটি লিটনের বড় বোন আ’লীগ নেতা আফরোজ। শুক্রবার সন্ধ্যায় বালার ছিড়া বাজারে গিয়ে তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের সাথে মতবিনিময় করেন এবং ক্ষতিগ্রস্থ দোকানপাট ঘুরে-ফিরে দেখেন। এসময় তার সাথে ছিলেন লিটনের ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী, পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, বেলকা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, পৌর প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব প্রমুখ। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের আর্থিক সহায়তা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। গত ১৪ জুলাই রাতে বিদ্যুতে শট-সার্কিট থেকে আগুনে সূত্রাপাত ঘটে বাজারের ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্থ হয়েছে।